মেলানিয়া ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি চালু: ট্রাম্প দম্পতির নতুন ডিজিটাল উদ্যোগ

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার নামে একটি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে এই পদক্ষেপ নেন তিনি। ডোনাল্ড ট্রাম্প হলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং মেলানিয়ার স্বামী।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে মেলানিয়া তার নামে ($মেলানিয়া) ক্রিপ্টোকারেন্সি চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

মজার বিষয় হলো, এর এক দিন আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের নামে ($ট্রাম্প) ক্রিপ্টোকারেন্সি চালু করেছিলেন। যদিও এই দুই ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য বাড়ছে, তবুও লেনদেনের ক্ষেত্রে বেশ অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।

Official Melania Meme
MELANIA
Official Melania Meme MELANIA

কয়েকটি মার্কেটক্যাপ বিশ্লেষক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ট্রাম্পের নামে থাকা ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য বর্তমানে ৮৭০ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মেলানিয়ার নামে চালু হওয়া ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য প্রায় ১৩০ কোটি ডলার।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প একসময় ক্রিপ্টোকারেন্সিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছিলেন।

তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই বিষয়ে অবস্থান পুরোপুরি পাল্টে যায়। তখন তিনি ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী অনুদান সংগ্রহের জন্য ডিজিটাল সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *