টাঙ্গাইলে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাস ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মালাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক রবিউল ইসলাম (২৮), তার সহকারী শাহজাহান (৪২), এবং যাত্রী সুজন (২৫) ও আমজাদ (২৮)।

মধুপুর থানার ওসি ইমরানুল কবির জানান, ঢাকা থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী পিকআপের সংঘর্ষ হলে চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুই যাত্রীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *