ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সহপাঠি বন্ধুদের মিলন মেলা
রাজবাড়ী প্রতিনিধিঃ বন্ধুত্ব হলো এমন এক সোনালী সুতো যা পৃথিবীর সব মানুষের হৃদয়ে গেঁথে থাকে।একমাত্র বন্ধুত্বই এমন একটি বন্ধন যা পুরো পৃথিবীকে একসাথে রাখতে পারে।বন্ধুত্ব হলো একই আত্মা শুধু দুটো দেহে বসবাস। বন্ধু নিয়ে এরকম নানা সংজ্ঞা রয়েছে পৃথিবীতে। তাই সব বয়সেই প্রয়োজন হয় বন্ধুত্বের। আর এ বন্ধুত্বের বন্ধন আরো অটুট রাখতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১৯৭৬-৮০ ব্যাচের সহপাঠি বন্ধুদের মিলন মেলা।
এ উপলক্ষে স্কুল মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাস থেকে বের করা হয় বর্ণাঢ্য এক রালী। র্যা লীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতে বিগত সময়ে স্কুলের প্রয়াত শিক্ষক ও সহপাঠী গণদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন বক্তব্য রাখেন।
আলোচনা সভায় জীবনে ফেলে আসা সবচেয়ে আনন্দমুখর সময়ের দিনগুলোর স্মৃতিচারণ করেন বক্তারা।
পরে প্রীতি ফুটবল খেলা ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরপর মধ্যাহ্নভোজ শেষে আগামী দিনের কার্যক্রম পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এরা হলেন- মোঃ মতিউল ইসলাম আরিফ চানু আহবায়ক, যুগ্ন-আহবায়ক মোঃ এনামুল হক খান বাবু, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সদস্য সচিব- মোঃ শহিদুল হক তিতু, কোষাধক্ষ্য- মোঃ আবু জাফর, সদস্য- মোঃ বাবর আলী, মোঃ ওমর ফারুক, মোঃ ফজলুল হক ফজলু ও আব্দুল মান্নান।
দিনব্যাপী নানা অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ এনামুল হক খান বাবু ও মোঃ বাবর আলী।
আগামীতে আরো বড় পরিসরে এ মিলন মেলা করার আশা প্রকাশ করেন আয়োজকরা।