নিজস্ব প্রতিবেদক,
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েও দীর্ঘ ১৭ বছর পালিয়ে ছিলেন টিকটকার জাহানারা ওরফে ইতি আক্তার(৪০)। কিন্তু শেষ রক্ষা হয়নি।অবশেষে মঙ্গলবার(৩০ জানুয়ারী) বিকালে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল র্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজার সদর উপজেলার তারাবনিয়াছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাহানারা ওরফে ইতি আক্তার (৪০) ভোলা সদর উপজেলার ইলিশা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন টিকটক সেলিব্রিটি জাহানারা ওরফে ইতি আক্তার।এ হত্যার মামলার পর আদালত থেকে জামিন নিয়ে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ ও পরিচয় আড়াল করে দীর্ঘ ১৭ বছর ধরে আত্মগোপন করে ছিলেন জাহানারা। অবশেষে তাকে আইনের আওতায় আনতে মাঠে নামে র্যাব এবং দীর্ঘ প্রচেষ্টার পর তার অবস্থান সনাক্ত করা হয়। পরে র্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজার সদর উপজেলার তারাবনিয়াছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।