রাজবাড়ী এলজিইডি জেলা কার্যালয়ের উচ্চমান সহকারী খোন্দকার আশরাফুল হক ফরিদ (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৯ জুন রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেন। তবে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
জানা গেছে, মৃত্যুর দিন সকালে জ্বর ও ঠান্ডা নিয়েও তিনি অফিসে যান। অসুস্থতা বেড়ে গেলে দুপুরে বাসায় ফিরে আসেন। রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী শহরের রামকান্তপুর এলাকায় নিজ ভাড়া বাসায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং মৃত্যুর তিন দিন আগ থেকে জ্বরে আক্রান্ত ছিলেন।
উচ্চমান সহকারী আশরাফুল হকের অবসরে যাওয়ার কথা ছিল ২০২৯ সালের এপ্রিল মাসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
২০ জুন শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ এলাকা পাংশার হাজরাপাড়ায় নেওয়া হয়। সেখানে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাজবাড়ী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।