রাজবাড়ীতে শুদ্ধ ও যথাযথভাবে মাতৃভাষার চর্চা, বাংলা সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত এবং এ সাহিত্যেকে আরও বিকশিত করার লক্ষ্যে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বাংলা উৎসব।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন অর্থনীতিবিদ, রবীন্দ্র গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান।
এ নিয়ে ৯ম বারের মত বাংলা উৎসবের আয়োজন করলো রাজবাড়ী একাডেমি।
এর আগে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বর্ণ মিছিল বের করা হয়। বর্ণ মিছিলটি শহরের পান্না চত্ত্বর হয়ে ১নং রেলগেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিধান এবং ক্রেস্ট প্রদান করা হয়। এরপর বর্ণমালা নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন ড. আতিউর রহমান।

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, শিক্ষানুরাগী ও সমাজসেবক নাসিম শফি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী একাডেমির সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক ডাঃ ইকবাল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শিশু কিশোরদের মধ্যে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি গভীর মর্মত্ববোধ তৈরী এবং শুদ্ধ ভাষা চর্চার লক্ষে এ উৎসবে বাংলা ভাষা ও সাহিত্যের উপর ৫০টি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আগামী ২০ এপ্রিল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ বাংলা উৎসব শেষ হবে।