রাজবাড়ীতে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সভা।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় সদর উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হাবিব এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী।

সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজিবর রহমান শেখ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া।

সভায় বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বসন্তপুর ইউনিয়নের সভাপতি মাহমুদ হাসান কাজল এবং শহীদওহাবপুর ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম গনি, আক্কাস মোল্লা, রাজু মোল্লা, আহসান হাবিব শাহিন, কে এম তরিকুল ইসলাম তরু, আনোয়ার হোসেন সরদার, ফজলুল হক মিয়া প্রমুখ।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

Leave a Comment