রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার মো. কোরবান শেখ (৫৫) ও একই পৌরসভার অশোক কুমার রায় (৬০)। দুজনই স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রতিবেশী বকুল হোসেন জানান, সকালে কোরবান শেখ ও অশোক রায় এক মোটরসাইকেলে পাংশায় হালখাতার কাজে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় পৌঁছালে কুষ্টিয়া দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক তানসু সমা বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে গেছে। ঘাতক ট্রাক ও চালক শনাক্তে অভিযান চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে।