পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মাদ ইকবাল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) থাকাকালীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে একটা ভিডিও দেখিয়ে বলছিলেন ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’
ইকবালের বাড়ি নরসিংদী জেলায়। গতকাল সোমবার ১৯-০৮-২০২৪ তারিখে তার বাসা থেকে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। ডিএমপির ডিবি হেফাজতে আছে বলে একটি সূত্রে থেকে জানা গেছে।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ইকবালের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তারা তাতে সঠিকভাবে অবগত নন। তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে হতাহতের ঘটনা ঘটে। হতাহতের বড় সংখ্যা যাত্রাবাড়ী ও শনির আখরা। আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) ছিলেন মোহাম্মদ ইকবাল। অর্থাৎ আরো পরিষ্কার করে বললে যাত্রাবাড়ী ও শনির আখড়া তার দায়িত্বে ছিল।
তার সকল কর্মকান্ডে হিসাব একটা ভিডিও থেকেই পুরো ধারণা পাওয়া যায়।