কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
সোমবার দুপুরে মুরাদনগরের কোরবানপুর গ্রামে দুই কৃষক এবং বরুড়ার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে দুই শিক্ষার্থী বজ্রপাতে প্রাণ হারান।
নিহতরা হলেন– পয়ালগচ্ছ গ্রামের ফাহাদ হোসেন (১৩) ও মোহাম্মদ জিহাদ (১৪), কোরবানপুর গ্রামের কৃষক জুয়েল ভূঁইয়া (৩৫) এবং নিখিল দেবনাথ (৬০)। ফাহাদ ও জিহাদ বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় পয়ালগচ্ছ গ্রামের ৭ বছরের শিশু সায়মন আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে মাঠে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক ঘটনাস্থলেই নিহত হন।
বরুড়া ও বাঙ্গরা বাজার থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।