ঈদের কার্টুনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’—প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

রোজার ঈদ উপলক্ষে প্রথম আলোর একটি কার্টুনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এরই জের ধরে সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করেছে একজন ব্যবসায়ী।

ঢাকার ওই ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম।

সোমবার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে এ আবেদন করা হয়। মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক ছাড়াও কার্টুন তৈরির দায়িত্বে থাকা গ্রাফিক্স ডিজাইনারকেও আসামি করার কথা বলা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম জানান, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আগমাী ৪ মে দিন রেখেছেন।

গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার প্রকাশিত ওই কার্টুনে দেখা যায় দুই শিশুর হাতে ‘ঈদ মোবারক’ লেখা একটি ব্যানার। তাদের একজনের হাতে বেলুন। তাদের পেছনে আরো কিছু শিশু, আকাশে ঈদের চাঁদ দেখা যাচ্ছে, একটি পাখি হাসিমুখে উড়ছে আর শিশুদের পাশে রয়েছে একটি কুকুর।

এই কুকুরের উপস্থিতি নিয়েই আপত্তি তোলেন মামলার বাদী। তার অভিযোগ, ঈদের আনন্দের সঙ্গে কুকুরকে দেখিয়ে ইসলাম ধর্মের পবিত্রতা ও মুসলিম উম্মাহর অনুভূতিকে অবমাননা করা হয়েছে। তিনি দাবি করেন, এটি ছিল একটি “সচেতন ও পরিকল্পিত ষড়যন্ত্র”, যা ঈদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে অপমান করার চেষ্টা।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, “প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

Leave a Comment